একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন পক্রিয়া-২০১৪
শুধুমাত্র টেলিটকপ্রি-পেইডমোবাইল থেকেআবেদন করাযাবে। নিম্নে পর্যায়ক্রমে ভর্তির পক্রিয়া দেওয়া হল:
১. মোবাইলেরMassage অপশনে গিয়েCAD লিখুন।
২. তারপর কাঙ্ক্ষিত কলেজের EIIN নাম্বার।
৩. তারপর কাঙ্ক্ষিতগ্রুপের নামেরপ্রথম অক্ষর(যেমন: Science হলে “S” Commerce হলে “C” এবং Humanities হলে “A”) টাইপ করতে হবে।
৪. তারপর এসএসসি/সমমানপরীক্ষা পাসেরবোর্ডের নামেরপ্রথম তিনঅক্ষর টাইপ করতে হবে। ৫. রোল নম্বরটাইপ করতে হবে।
৬. এসএসসি/সমমানপরীক্ষা পাসেরসন টাইপ করতে হবে।
৭. শিফটেরনাম টাইপ করতে হবে।
৮. সবশেষে ভার্সন ওকোটার নামলিখে Send করতেহবে 16222 নম্বরে।
উদাহরণ: CAD 126490 S RAJ 174486 2014 N B FQ
(বিঃদ্রঃ এখানে, 126490- কাঙ্ক্ষিত কলেজেরEIIN, S- কাঙ্ক্ষিত গ্রুপেরনামের প্রথমঅক্ষর, RAJ-এসএসসি/সমমান পরীক্ষাপাসের বোর্ডেরনামের প্রথমতিন অক্ষর, 174486- আবেদনকারীর এসএসসি/সমমান পাশেররোল নম্বর, এসএসসি/সমমানপরীক্ষা পাসেরসন ২০১৪, N- শিফটের নামেরপ্রথম অক্ষর, B- ভার্সন এরপ্রথম অক্ষর, FQ মুক্তিযোদ্ধা কোটা)
ভর্তিচ্ছুগ্রুপের ক্ষেত্রে:S=Science, B=Business Studies, H=Humanities
Board:RAJ=Rajshahi, DHA=Dhaka, COM=Comilla, CHI=Chittagong, DIN=Di BAR=Barisal, JES=Jessore, SYL=Sylhet, MAD=Madrasha, BOU=Bangladesh Open University
ভার্সনেরক্ষেত্রে:E= English, B=Bengali
শিফটেরক্ষেত্রে:Morning এর জন্যM, Day এর জন্যD, Evening এর জন্যE এবং আবেদনকৃতকলেজের যদিকোন শিফটনা থাকেতবে N লিখতেহবে।
কোটারক্ষেত্রে :
· মুক্তিযোদ্ধাকোটা =FQ
· শিক্ষামন্ত্রণালয় ওশিক্ষা মন্ত্রণালয়েরঅধিনস্ত দপ্তরসমূহ, স্ব স্বশিক্ষা প্রতিষ্ঠানেরশিক্ষক/কর্মচারীও প্রতিষ্ঠানের গভর্নিংবডির সদস্যদেরসন্তানদের কোটা = EQ
· সংশ্লিষ্টপ্রতিষ্ঠান কর্তৃকঘোষিত বিশেষকোটার জন্য = SQ
· কোনশিক্ষার্থী একাধিককোটায় আবেদনকরার যোগ্যতাথাকলে কমা(,) দিয়ে একাধিককোটা উল্লেখকরতে হবে।যেমন কোনশিক্ষার্থী মুক্তিযোদ্ধাএবং বিশেষকোটায় আবেদনেরযোগ্যতা থাকলেওতাকে কোটারজন্য FQ, SQ লিখতেহবে।
বিঃদ্রঃ উল্লেখিতকোটার আওতাধীননা হলেকোটার অপশনেকিছু লেখারপ্রয়োজন নেই।
ফিরতিএসএমএস-এআবেদনকারীর নাম, কলেজের EIIN, গ্রুপেরনাম এবংশিফটসহ ফীবাবদ কতটাকা কেটেনেয়া হবে, তা জানিয়েএকটি PIN প্রদানকরা হবে।আবেদন করতে ইচ্ছুকথাকলে Message অপশনেগিয়ে CAD>Yes>PIN>Contact Number (নিজের ব্যবহৃতযেকোন মোবাইলঅপারেটর এরনম্বর) লিখেSend করতে হবে16222 নম্বরে।
উদাহরন: CAD YES 763328 01728322601
শর্তাবলী:
১. একজন আবেদনকারীএকাধিক কলেজে/একই কলেজেএকাধিক গ্রুপে/একই কলেজেএকাধিক শিফটেআলাদাভাবে আবেদনকরতে পারবে, তবে প্রতিক্ষেত্রেইফী বাবদ১২০ (একশতবিশ) টাকাকেটে নেয়াহবে।
২. এসএমএস-এরমাধ্যমে ভর্তিরআবেদন ২৮-০৫-২০১৪তারিখ থেকে১২-০৬-২০১৪ তারিখরাত ১১:৫৯ মিনিটপর্যন্ত গ্রহণকরা হবে।
৩. পুন:নিরীক্ষণেরমাধ্যমে যাদেরফল পরিবর্তনহবে তাদেরজন্য আবেদনপত্রগ্রহনের তারিখ১৭-০৬-২০১৪। ভর্তিরজন্য মনোনীতমেধাক্রম ২২-০৬-২০১৪তারিখে এসএমএস, স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড/ওয়েবসাইটএবং http://www.educationboard.gov.bd এবংস্ব স্ববোর্ডের নিজস্বওয়েবসাইটের মাধ্যমেজানানো হবে।ভর্তি সংক্রান্তসকল কার্যক্রমেমন্ত্রণালয় ওবোর্ড প্রদত্তনীতিমালা অনুসরণকরা হবে।
Tags:
News