পর্ব-১ (প্রতিদিন একটি করে পর্ব প্রকাশিত হবে)
নিম্নের চিত্র Tense-এর সংজ্ঞা নির্দেশ করা হল:
Tense (কাল): Tense অর্থ কাল বা সময় Tense (কাল)। কোনো কাজ সম্পাদনের সময়কে tense বলে । ল্যাটিন শব্দ ‘tempus’ থেকে tense শব্দটি এসেছে । ‘tempus’ অর্থ সময় ।
Tense-এর প্রকারভেদ: Verb-এর কাজ অনুযায়ী tense প্রধানত তিন প্রকার । যথা:
১) Present tense (বর্তমান কাল)
২) Past tense (অতীত কাল)
৩) Future tense (ভবিষ্যৎ কাল)
১. Present tense (বর্তমানকাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে । যেমন: I go to school. He writes a letter. He draws a picture.
২. Past tense (অতীতকাল): যে কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা ঘটেছিল বোঝায়, তাকে verb-এর past tense বা অতীত কাল বলে । যেমন: I went to school. He wrote a letter yesterday. He drew a picture.
৩.Future tense (ভবিষ্যৎ কাল): ভবিষ্যৎ কালে কোনো কাজ সম্পন্ন হবে বোঝালে, তাকে verb-এর future tense বা ভবিষ্যৎ কাল বলে । যেমন: I shall buy a pen. I shall go to Dhaka. They will play football etc.
প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায় । যথা:
১) Indefinite (অনির্দিষ্ট)
২) Continuous (চলতি অবস্থা)
৩) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা) ও
৪) Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)
Tense-এর পরিবর্তন verb-এর ৩টি রূপ এর উপর নির্ভর করে। নিম্নে ৩টি টেবিলে verb-এর পরিবর্তনের ভিত্তিতে ১২টি tense-এর নিয়ম দেখানো হল:
Name of tense | Auxiliary Verb | Verb- present form |
Present indefinite Present continuous Present perfect continuous | am,is,are have been, has been | v1 v1 + ing v1 + ing |
Past continuous Past perfect continuous | Was, were Had been | v1 + ing v1 + ing |
Future indefinite Future continuous Future perfect continuous | Will Will be | v1 v1 + ing v1 + ing |
Name of tense | Auxiliary Verb | Verb- past form |
past indefinite | v2 |
Name of tense | Auxiliary Verb | Verb- past participle form |
Present perfect Past perfect Future perfect | Have, has Had Will have | v3 v3 v3 |
এখানে প্রতিটি person- এর পরে কি কি auxiliary verb বসে তা দেখানো হল:
Person | To be verb | To have verb | |||
Present (am, is, are) | Past (was were) | Future (will) | Present (have, has) | Past (had) | |
I | Am | was | will | have | had |
We | Are | were | will | have | had |
You | Are | were | will | have | had |
You | Are | were | will | have | had |
He | Is | was | will | has | had |
She | Is | was | will | has | had |
They | Are | were | will | have | had |
Karim | Is | was | will | has | had |
The boy | Is | was | will | has | had |
The boys | are | were | will | have | had |
চলবে..........
Tags:
Grammar