Omission of Article
Proper noun এর পূর্বে Article বসেনা। যেমনঃ
X Mr. Mainuddin lived in x Khagrachhary.
মনে রাখতে হবে Article কেবলমাত্রNoun এর পূর্বেই বসে। অন্য কোনParts of speech এর পূর্বে বসেনা। যদিবসে তবে দেখবে যেঐ শব্দটির পর অবশ্যই Noun একটিআছে। যেমনঃ
Sakib Al Hasan is a great all rounder in the arena of world cricket. He is x honest. He is a good student.
কোন Noun এর পূর্বে Possessive adjective (his, her, my, our, their, your, its, Ratul's, Shahed's, Fardin's) থাকলেএদের পূর্বে বা পরেকোথাও Article বসেনা। যেমনঃ
This is a book. The book is x his. This is his x book.
Demonstrative pronoun [this, that, these, those, such] এর পূর্বেবা পরে যেদিকেই খালিঘরথাকুক কোন article বসেনা। কারণ এরাপ্রত্যেকেই article এর কাজ করে।যেমনঃ
Give me that x pen, please. Give me your x pen.
কোন Noun এর পূর্বে Adjective থাকলেArticle টি Adjective এর পূর্বে বসে।যদি Adjective পরে বসে এবংNoun এর পূর্বে আবার খালিঘরথাকে তবে ঐ খালিঘরেArticle বসেনা । যেমনঃ
He is an honest man. He has x amiable x character.
Uncountable Noun বাAbstract Noun এর পূর্বে Article বসেনা। তবে নির্দিষ্টকরে বুঝালে বা Sentence -এNoun টি দ্বিতীয় বার ব্যবহূত হলেএর পূর্বে The বসে।
We drink water to quench our x thirst. The water of the Padma is still pure. There was a little water in the jar but the water was at bottom of the jar.
ভাষার নামের পূর্বে Article বসেনা, কিন্তু ভাষার নামেরপরে Language শব্দটি থাকলে এরপূর্বে The বসে। যেমনঃ
He speaks English like the English. We use x Bangla as our mother language. The Bangla language is now familiar all over the world.
খেলার নামের পূর্বে Article বসেনা।যেমনঃ
We play x football. x Cricket is my favourite game.