কয়েকটি Adjective-এর ভিন্ন ভিন্ন প্রয়োগ :



Few, a few :
Few -
এর অর্থ খুব কম বোঝায়। এটি না বোধক ধারণা দেয়। এটি Countable Noun -এর পূর্বে বসে সংখ্যা বোঝায়।
যেমন_ I have few friends.
He has a few pens.
A Few:
এর অর্থ সামান্য (অল্প কিছু) বোঝায়। এটি Countable Noun -এর পূর্বে বসে।
যেমন_ I have a few books.
Little, a little, the little :
Little : 
এটি পরিমাণ নির্দেশক Negative অর্থ প্রকাশ করে। 'কিছুই নেই' অর্থে এটি ব্যবহৃত হয়। 
যেমন_ There is little water is the jug.
He took little tea last night.
A little : 
এটি পরিমাণ নির্দেশক তবে সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন_ We have a little flour.
Rahman had a little land.
The little : 
এটি সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। তবে সামান্য পরিমাণের সবটুকুকে বোঝাতেইThe little sentence ব্যবহৃত হয়।
যেমন_ He left his home with the little money he had.

Another, any other :
Another :
এটি Singular Noun এর পূর্বে বসে
যেমন_ Another copy was needed.
Another patient came here yesterday.
Any other :
এটি Singular Plural উভয় রকম Noun কে বুঝাতে ব্যবহূত হয়
যেমন_ Rina is more beautiful than any other girl in the class.
He is more wise than any other man in the village.
Many : এটি Plural countable noun এর পূর্বে বসে এটি সংখ্যা নির্দেশক 
Example: Many boys were present there.
Many books were bought.
Much : এটি Material singular noun-কে বোঝায় এবং পরিমাণ নির্দেশ করে। 
Example: Helen drank much water.
Many a : এটি Singular countable noun--এর পূর্বে বসে।
যেমন_ Many a person went there.
A great many : এটি Plural countable noun এর পূর্বে বসে।
Example: A great many students were present.
A great many people joined the program.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন