বিভ্রান্তিকর কিছু বাক্য সংকোচন



সকলের জন্য প্রযোজ্য=সার্বজনীন
সকলের জন্য মঙ্গলজনক=সর্বজনীন
ইন্দ্রকে জয় করেন যিনি=ইন্দ্রজিৎ
ইন্দ্রিয়কে জয় করেন যিনি=জিতেন্দ্রিয়
ইতিহাস রচনা করেন যিনি=ঐতিহাসিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি=ইতিহাসবেত্তা
উপকারীর উপকার স্বীকার করে যে=কৃতজ্ঞ
উপকারীর অপকার/অনিষ্ট করে যে=কৃতঘ্ন
 যা বলা হয়নি=অনুক্ত।
যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি=অব্যক্ত
যা বলা হয়েছে=উক্ত
যা নিবারণ করা কষ্টকর=দুর্নিবার
যা নিবারণ করা যায় না=অনিবার্য
ক্ষমার যোগ্য=ক্ষমার্হ
ক্ষমার অযোগ্য=ক্ষমার্য
একই সময়ে=যুগপৎ
একই সময়ে বর্তমান=সমসাময়িক
 যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে=অবিমৃষ্যকারী
আর যে ভবিষ্যতের চিন্তা করে না দেখে না=অপরিণামদর্শী

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন