Wish, As if ও as though এর ব্যবহার:-



Wish এর ব্যবহার:-

Wish এর পরে যদি to be verb থাকে তবে to be verb এর জায়গায় were বসবে আর যদি wish এর পরে to have verb থাকে তবে to have verb এর জায়গায় had বসবে
যেমনঃ
I wish I (to be verb) a king. এই বাক্যে wish এর পরে ব্র্যাকেটের মধ্যে to be verb এসেছে তাই to be verb এর জায়গায় were বসবে। তাই বাক্যটির শুদ্ধরুপ হবে- I wish I were a king.
I wish I (have) the wings of a dove. এই বাক্যে wish এর পরে ব্র্যাকেটের মধ্যে to have verb এসেছে তাই to have verb এর জায়গায় had বসবে। তাই বাক্যটির শুদ্ধরুপ হবে- I wish I had the wings of a dove.
উল্লেখ্য:
To be verb টিযথাঃam, is, are, and was were.
To have verb টি যথাঃ have, has had.

As if as though এর ব্যবহার:-

AS if as though এর অর্থ হচ্ছেযেন”.উভয় শব্দের ব্যবহার একই রকম
as if as though এর আগের বাক্যটি যদি Present Indefinite Tense হয়, তবে পরের বাক্যটি Past Indefinite Tense হবে
যেমনঃ He talks as if he (know) everything. এই বাক্যে as if এর আগের বাক্যটা Present Indefinite Tense হয়েছে তাই as if এর পরের বাক্যটি Past Indefinite Tense হবে অর্থাৎ know- verb এর past form অর্থাৎknew হবে
as if as though এর আগের বাক্যটি যদি Past Indefinite Tense হয়, তবে পরের বাক্যটি Past Perfect Tense হবে
যেমনঃ He talked as though he (know) everything. এই বাক্যে as though এর আগের বাক্যটা Past Indefinite Tense হয়েছে তাই as though এর পরের বাক্যটি হবে Past Perfect Tenseঅর্থাৎ know- verb এর আগে had বসবে এবং know-verb এর Past Participle form হবে অর্থাৎ had known হবে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন