কখন কি হয় একবার দেখে নিন




কোন কিছুর পৃষ্ঠের উপর লাগালাগি অবস্থায় থাকলে on, পৃষ্ঠ থেকে একটু উপরে বুঝাতে over এবং অনেক উপরে বুঝাতে above বসে।
যেমনঃThe book is on the table.
Rahim hit a six over the boundary.
The sun is above us.
 
কোন কিছুর নিচে বুঝাতে under হয়।
যেমনঃ The ball is under the table.
কোন কিছুর সামনে বুঝাতে at/in front of এবং পিছনে বুঝাতে behind হয়।
যেমনঃ I was standing at/infront of the store.
Karim was standing behind me.
পাশাপাশিবুঝাতে beside/next to হয়।
যেমনঃ She sat beside/next to me.
 
কাছাকাছিবুঝাতেnear এবং দূরে বুঝাতে away হয়।
যেমনঃ There is a pond near my house.
The sun is far away from us.

in/inside/outside/into/out of

# কোনকিছুর ভিতরে বুঝাতে in/inside এবং বাইরে বুঝাতেoutside বসে।
যেমনঃHe is waiting in/inside the room.
He is waiting outside the room.
#
কোন কিছুর ভিতরে প্রবেশ করা বুঝাতে into এবং বের হওয়া বুঝাতে out of বসে।
যেমনঃHe entered into the room.
He came out of the room.


Misuse of 'Loose' for 'Lose'

Inc: Be careful not to loose your money.
Co: Be careful not to lose your money.
Explanation:
"Loose" (with double o) is an adjective meaning 'unfastened' or 'free'.
Such as: The cow was loose in the field.
On the other hand, "Lose" (with one o) is the common verb meaning 'not to be able to find'
Such as: I do not want to lose my job.

‘Another’ আর‘other এর ব্যবহার:

“another” এর আগে “an” ব্যবহার করা যায়না। বলা যায়না “an another man” বলতে হয় “another man” একইভাবে“another books” নয়; এটি “another book”
“Other” শব্দটি অনেকের কাছেই বিরক্তিকর। কারণ এটিকে হয় adjective অথবা pronoun হিসেবে ব্যবহার করতে হয়। একসাথে দুই রুপেই সাজানো যায়না
“Other” যখনadjective:
Adjective এর সাথে grammatical ‘s’ লাগানো যায় না (যেমন করে noun বা verb এর সাথে লাগানো যায়).কাজেই other যখন কোন noun এর সামনে বসে adjective হিসেবে ব্যবহৃত হয়, তখন others বলা যায়না।অন্য বইগুলোবুঝাতে “Others books” বলা ভুল। কারণ এখানে “other” একটিadjectiveবলতে হবে “other books" ঠিক একইভাবে বলা যাবেনা “others teachers”, “others friends” ইত্যাদি। বলতে হবে “other teachers”, “other friends”
“Other” যখন pronoun:
Other এমন একটি অদ্ভুত pronoun যাকে plural করা যায়, এবং যার সাথে অন্য determiners (some, the) ইত্যাদিও ব্যবহার করা যায়।আমার কাছে অন্যটি আছেবুঝাতে বলতে হবে “I have the other” বলা যাবেনা “I have other”আমার কাছে অন্যগুলো আছেবুঝাতে বলতে হবে “I have the others” অথবা পরিস্থিতি অনুযায়ী শুধু “I have others”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন