**************************
বৃষ্টি আমাদের মনে অন্যরকম সুখ নিয়ে আসে। তাইতো বলতে হয় সুখের বিভিন্ন রূপ। আবার বৃষ্টি না হলে আমরা অন্য এক সুন্দর সুখের দেখা পাই না। যদিও তা ক্ষণিকের। আর তা হলো সূর্য ও বৃষ্টির মিলনের অসাধারণ রূপ রঙধনু। প্রতিদিনের সূর্যোদয়ের মধ্যে হঠাত বৃষ্টি যে অন্য সুখের স্পর্শ দেয়, তেমন দৈনন্দিন জীবনে হঠাত্ কোনো সুসংবাদ বা উপহার আমাদের সে আনন্দ দেয়। মনে পড়ে গ্রামে দলবেঁধে বৃষ্টিতে ভেজার কথা............