২০১৫ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পর্ব সংখ্যা-৬ বাংলা দ্বিতীয় পত্রের


প্রিয় ২০১৫ সালের  এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ  তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ‘ব্যঞ্জনধ্বনি’ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা এক কথায় উত্তর ও ‘ধ্বনিতত্ত্ব’  থেকে ২৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।  ৯। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি?  ক) ১১টি খ) ২৫টি  গ) ২টি  ঘ) ৩৯টি  ১০। শীতের সঞ্চয় চাই Ñ ‘সঞ্চয়’ শব্দে যুক্তবর্ণ কী কী? ক) চ, ঞ   খ) ঞ, জ  গ) ঞ, চ ঘ) ঞ, ছ ১১। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? ক) ঙ+খ=ঙ্গ  খ) হ+ণ=হ্ন  গ) জ+ঞ=ঞ্জ  ঘ) ক+ষ= ১২। ‘বক্তৃতা’শব্দের ধ্বনি-বিশ্লেষণ করলে মোট কয়টি ধ্বনি মিলবে? ক) ৬টি  খ) ৮টি গ) ৫টি  ঘ) ৭টি ১৩। কোনটি মৌলিক স্বর ধ্বনি? ক) ঔ   খ) ই গ) ঐ ঘ) সবগুলো ১৪। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?  ক) ৭টি  খ) ৮টি  গ) ১০টি  ঘ) ৯টি  ১৫। কোনগুলো কণ্ঠ্যধ্বনি?  ক) চ, ছ, জ, ঝ, ঞখ) ক, খ, গ, ঘ, ঙ গ) ট, ঠ, ড, ঢ,ণঘ) ত, থ, দ, ধ, ন  ১৬। তাড়ণজাত ধ্বনি কোনটি?  ক) ব, ল খ) র, ড়  গ) ঢ়, ঢ ঘ) ড়, ঢ়  ১৭। কোনটি কম্পনজাত ধ্বনি?  ক) রখ) ড় গ) ল  ঘ) ণ  ১৮। ধ্বনির প্রতীককে কী বলা হয়?  ক) ভাষা খ) উচ্চারণ  গ) বর্ণ ঘ) কথা  ১৯। নিচের কোনটিতে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে?  ক) অপিনিহিতি খ) মৌন   গ) অঘোষ  ঘ) অমানিশা  ২০। নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? ক) ক, ঙ খ) ক, খ  গ) চ, জ   ঘ) খ, ঝ ২১। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?  ক) মহাপ্রাণ ধ্বনি  খ) অঘোষ ধ্বনি  গ) অল্পপ্রাণ ধ্বনি ঘ) শ্বাস ধ্বনি  ২২। বাংলার প্রকৃত বা স্বতন্ত্র বর্ণের মধ্যে কোনটি কখনো শব্দের প্রথমে আসে না?   ক) ঞ, ণ    খ) ৎ    গ) ঋ    ঘ) ‘ক’ও‘খ’ উভয়ই ২৩। কোন স্বরবর্ণের সংপ্তি রূপ নেই?  ক) ঐ খ) ঋগ) ঈ  ঘ) অ  ২৪। বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?  ক) ৩টি  খ) ৪টি গ) ৫টি  ঘ) ৭টি ২৫। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?  ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে খ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে  গ) সংপ্তি আকারে স্বরবর্ণের ব্যবহারকে  ঘ) যুগ্ম স্বরধ্বনির ব্যবহারকে  ২৬। কোন শব্দে তিনটি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ আছে?  ক) স্পর্শ  খ) পত্তন  গ) রাষ্ট্র   ঘ) ইত্যাদি  ২৭। বাংলা বর্ণমালার যৌগিক স্বর ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?  ক) ওল খেলে অসুখ সারে  খ) ঐরাবতে চরে রাজা ওষুধের খোঁজে যায়  গ) পেটে তোমার পিলে হবে   ঘ) ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গাঁ ২৮। পাশাপাশি স্বরধ্বনি থাকলে, দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়Ñ এরূপ স্বরধ্বনিকে কী বলে?  ক) মৌলিক স্বর  খ) যৌগিক স্বর  গ) সাধিত স্বর     ঘ) অল্প স্বর  ২৯। কোন বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহ্বার দুপাশ দিয়ে বায়ু বের করে দেয়া হয়?  ক) ল-বর্ণেখ) র-বর্ণে   গ) ড়-বর্ণে ঘ) য-বর্ণে  ৩০। বাংলা ভাষায় অসংযুক্ত বর্ণের সংখ্যা কয়টি?  ক) ১১টি খ) ২৫টি  গ) ৪০টি ঘ) ৫০টি ৩১। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?  ক) ন্+জ   খ) ণ্+জ  গ) ঞ+জ  ঘ) ঙ+জ ৩২। উষ্মধ্বনি কোনগুলো?  ক) শ, ষ, স, হ    খ) য়, র, ল, ব  গ) ঙ, ঞ, ণ, ন, ম  ঘ) ং ঃ  উত্তর : ৯.গ ১০.গ ১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.ঘ ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.ঘ ৩১.গ ৩২.ক। - See more at: http://www.dailynayadiganta.com/details.php?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন