Important Proverb



কু-সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভাল।
Better alone than an evil company.
Better an empty house than an ill tenant.
কুঁড়ের অন্ন হয় না।
The indolent can never thrive.
Indolence is the mother of poverty.
কু-কথা বাতাসের আগে ছড়ায়।
Bad news runs fast.
Bad news spreads very fast.
Bad (ill) news run faster than the air.
কুকুরকে লাই দিলে মাথায় উঠে।
Give him an inch and he will take an ell.
Give no chance to an intruder.
কৌশলে কার্যোদ্ধার।
We leave God alone when we are safe from danger.
When the danger is gone, God is forgotten.
কুকুরের পেটে ঘি সহে না।
Habit is the second nature.
কেউই জ্ঞানী হয়ে জন্মায় না।
No man is bonr wise.
কিল খেয়ে কিল চুরি করা।
To pocket an insult.
কৈ মাছের প্রাণ বড় শক্ত।
A cat has nine lives.
কৈ-এর তেলে কৈ ভাজা।
To get without spending.
কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।
Rome was not built in a day.
Worthwhile achievement takes time and perseverance.
কেবল মন দিয়েই মন জয় করা যায়।
ক্ষমা পরম ধর্ম।
Forgiveness is a great virtue.
ক্ষমা কর ও ভুলে যাও।
Forgive and forget.
 
ক্ষুধা থাকলে নুন দিয়ে খাওয়া যায়।
Hungry is the best sauce.
Hungry gives taste to foods.
Hungry is a great appetizer.
ক্ষুধা পেলে বাঘও ধান খায়।
Hungry is the best sauce.
Hungry gives taste to foods.
Hungry is a great appetizer.
ক্ষুধার জ্বালায় বাছ বিচার থাকে না।
Hungry dogs will eat dirty pudding.
ক্ষুধার জ্বালায় মাথা ঠিক থাকে না।
A hungry fox is an angry fox.
খড়ের গাদায় ছুঁচ খোঁজা।
To search for a nibble in a bottle of hay.
খলের ছলের অভাব হয় না।
He that waits to beat a fog will easily find a stick.
খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল কল্পে এঁড়ে কিনে।
খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল এঁড়ে গরু কিনে।

Go further and fare worse.
He made himself worse by trying to better his future.
খাটার মজা তলে আছে।
Wait and see.
খালি পাতিল বাজে বেশী।
Empty vessels sound much.
খেতে দিলে শুতে চায়।
Give him an inch and he will take an ell.
Give no chance to an intruder.
খাল কেটে কুমির আনা।
To bring an calamity by one’s own imprudence.
খুন তার প্রমাণ রেখে যায়।
Murder will out.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন